কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার দমদম বাজারের উন্নয়নের নামে পরিত্যাক্ত সরকারি মালামাল অবৈধভাবে বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, ৫০ বছরের ঐতিহ্য নিয়ে গড়ে ওঠে দমদম বাজার। ৯নং হেলাতলা ইউনিয়নের গণপতি পুর, চেড়াঘাট, দামোদর কাটি, ঝাঁপাঘাট এবং ৫নং কেড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা বোয়ালিয়া, সাতটি গ্রাম নিয়ে এখানে গড়ে ওঠে সাপ্তাহিক দুটি হাট। বাজার উন্নয়ন প্রকল্পে জন্য বাংলাদেশ সরকার গ্রামীণ উন্নয়ন প্রকল্পে ২০০৪ সালে কেয়ার বাংলাদেশ এর আওতায় ১৬ লক্ষ ২০ হাজার ৩শ’ ৬৭ টাকার কাজ করে দমদম পশ্চিম পাশের বাজার প্রকল্পে। তার ১৫ থেকে ২০ বছর পরে ২০২০ দেশব্যাপী বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ২৫ লক্ষ টাকার ৪ তলা ফাউন্ডেশনে দু’তলা ভিত্তি স্থাপন প্রকল্প হাতে নেয় দমদম বাজারের উন্নয়নের স্বার্থে।