দেবহাটা প্রতিনিধি : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, দেশ হবে সবুজের সমাহার’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় সখিপুর ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ৩মাস ব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সোমবার সকাল ১১টা থেকে শুরু করে দিন ব্যাপী ঈদগাহ বাজারে মসজিদ ও বিদ্যালয় মিলনায়তন সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক এস কে মাইন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লা কল্লোল, সখিপুর ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সখিপুর ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস ডি রাসেল রানা, সদস্য আকিবুল্লাহ প্রমুখ।