কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রঘুনাথপুর গ্রামে এক অসহায় প্রতিবন্ধী আফছার আলীর ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকালে ঘর নির্মাণের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। এ সময় তিনি বলেন, আমি সর্বদা গরিব অসহায় মানুষের পাশে আছি এবং ইনশাল্লাহ থাকব। তিনি আরো বলেন, সমাজে যারা বিত্তশালী ব্যক্তি আছে তারা যদি তাদের স্থান থেকে গরিব অসহায় মানুষের পাশে এগিয়ে আসে তাহলে বাংলাদেশ খুব দ্রæত এগিয়ে যাবে। এ সময় দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সাংবাদিক ওমর ফারুক মুকুল, শাহিনুর ইসলাম, ইউপি সদস্যা শ্যামলী রাণী, ইউপি সদস্য অচিন্ত মন্ডল, পারুলিয়া ইউপি সদস্য ফরহাদ হোসেন (হিরা) ও স্থানীয় মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।