আগস্ট ২৩, ২০২০
করোনা সংক্রমণ রোধে জনসচেতনতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত
মাজহারুল ইসলাম : করোনা ভাইরাসের সংক্রমণ রোধ কল্পে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মধ্যে করোনা সংক্রমণ সচেতনতায় জেলার সকল উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা সচেতনতা বৃদ্ধিতে রবিবার (২৩ আগস্ট) পরিচালিত মোট ২টি মোবাইল কোর্টের অভিযানে ২টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলায় বিগত ০১ মার্চ হতে ২৩ আগস্ট পর্যন্ত পরিচালিত মোট ১ হাজার ২শ’ ৭টি মোবাইল কোর্টে ৩ হাজার ৬৮টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৪৯ লক্ষ ১৫ হাজার ৪শ’ ৬৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ‘সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় এবং সার্বিক তত্ত¡াবধানে জেলা ও উপজেলায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে যথাযথ স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি’না, সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালন করা হচ্ছে কি’না, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা হচ্ছে কি’না, করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কি’না এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কি’না তা তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে’। 8,436,633 total views, 10,047 views today |
|
|
|