আগস্ট ২১, ২০২০
সখিপুরে নলতা খাদেমের চেহলাম অনুষ্ঠিত
কাদের মহিউদ্দীন : দেবহাটার সখিপুর বাজারে পাঞ্জেগানা মসজিদে আহছানিয়া মিশনের উদ্যোগে সাপ্তাহিক পরামর্শ সভা ও আহছানিয়া মিশনের প্রয়াত খাদেম আলহাজ্জ মৌলভী আনসারউদ্দীন আহম্মেদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। নলতা আহছানিয়া মিশনের আজীবন সদস্য মো. আব্দুল খালেকের সভাপতিত্বে শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯ টায় সাপ্তাহিক পরামর্শ সভা শেষে ভাব গম্ভীর্য্যরে মধ্যে দিয়ে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নেপথ্যের কারিগর হয়রত শাহা সুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লাহ (র.) এর আস্থাভাজন শ্রদ্ধেয় প্রয়াত খাদের আলহাজ্জ মৌলভী আনসারউদ্দীন আহমেদের চেহলাম অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পারুলিয়া দাখিল মাদ্রাসার সুপার আমিনুর রহমান। আরো বক্তব্য রাখেন খেজুরবাড়ীয় জামে মসজিদের ইমাম আবুল কালাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রমযান আলী, জাহিরুল ইসলাম, আস্কারপুর পীরজাদা আমজাদ হোসেন, মাস্টার লুৎফর রহমান, হাফেজ আব্দুল হাকিম। উক্ত দোয়া অনুষ্ঠানে অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা শেষে তাবারক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নুরমোহাম্মাদ ও বাবলু শেখ। 8,952,475 total views, 8,225 views today |
|
|
|