আগস্ট ১৬, ২০২০
জেলাব্যাপী শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরা জেলাব্যাপী পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে যায় শহরের খুলনা রোড মোড়সহ জেলার বিভিন্ন স্থানে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদি। শনিবার সকাল সাড়ে ৮টায় একে একে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। পরে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, জেলা কারাগার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সদর হাসপাতাল, টিটিসি, সিআইডি, পাসপোর্ট অফিসসহ সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এদিকে, ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, সায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এছাড়া জেলাব্যাপী কোরান তেলোয়াত, দোয়া, আলোচনা সভা ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এদিকে দেবহাটায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিত পরবর্তী সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। দেবহাটা থানা পুলিশের শ্রদ্ধা নিবেদন: জাতীয় শোক দিবসে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই হানিফ, এসআই আসিফ মাহমুদ, এসআই প্রবীর, এএসআই রশিদুল, এএসআই শামীম হোসেন, এএসআই হুমায়ুনসহ দেবহাটা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবসে দেবহাটা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন: জাতীয় শোক দিবসে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত পরবর্তী সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাঁতী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, কৃষক লীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, কৃষকলীগের আহŸায়ক নির্মল কুমার মন্ডলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা: দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় জুম ক্লাউডের মাধ্যমে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, এম.এ মামুন, সাইফুল ইসলাম, এসএম নাসির উদ্দীন, ফরহাদ হোসেন সবুজ প্রমুখ। এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলকে নৃশংস হত্যার তীব্র নিন্দা জানান এবং এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সকলের কঠিন বিচার দাবী করেন। ইতিমধ্যে অনেক হত্যাকারীর বিচার সম্পন্নের জন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে বাকী হত্যাকারীদের বিচার সম্পন্নের আহবান জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ । জাতীয় শোক দিবসে দেবহাটা যুবলীগের শ্রদ্ধা নিবেদন : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত পরবর্তী সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সহ-সভাপতি রমজান মোড়ল, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, সাইফুল ইসলাম, রাকিব হোসেন অয়ন, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হীরা, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্তফা, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবসে দেবহাটা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন : জাতীয় শোক দিবসে দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত পরবর্তী সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবসে দেবহাটা তাঁতী লীগের শ্রদ্ধা নিবেদন: জাতীয় শোক দিবসে দেবহাটা উপজেলা তাঁতী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত পরবর্তী সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দেবহাটা উপজেলা তাঁতী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দেবহাটায় শ্রমিক লীগের শোক র্যালি ও শ্রদ্ধা নিবেদন: জাতীয় শোক দিবসে শোক র্যালি ও শ্রদ্ধা নিবেদন করেছে দেবহাটা উপজেলা শ্রমিক লীগ। শনিবার প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত পরবর্তী একটি শোক র্যালি বের করেন নেতৃবৃন্দরা। পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দেবহাটা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কুলিয়ায় আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত: শনিবার প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত পরবর্তী কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া অনুষ্ঠান, সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. সম গোলাম মোস্তফা। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিন্টু হালদার, কোষাধ্যক্ষ মজনুর রহমান, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশান গাইনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পারুলিয়ায় আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত: পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার প্রত্যুষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শোক র্যালি পরবর্তী পারুলিয়া ইউনিয়ন পরিষদ কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া অনুষ্ঠান, সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, সাবেক শ্রমিক লীগের সভাপতি ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, রশীদুল আলম রশীদ, যুবলীগের সহ-সভাপতি ইউপি সদস্য আব্দুল আলিম, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 8,951,187 total views, 6,937 views today |
|
|
|