আগস্ট ১৩, ২০২০
দেবহাটায় ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটায় আইনের চোখে অপরাধী সাজানো ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলার নোড়ারচক এলাকার মৃত উমাচরন মন্ডলের পুত্র বাবুরাম মন্ডল। লিখিত বক্তব্যে তিনি জানান, আমি দীর্ঘদিন ধরে এলাকার যুবকদেরকে নিয়ে সুনামের সহিত নোড়ারচক যুব সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত মঙ্গলবার (১১ আগস্ট) নোড়ারচক মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠান হওয়ায় আমি সেখানে অবস্থান করছিলাম। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণপদ মন্ডলের পুত্র ক্লাবের সদস্য পলাশ মন্ডলের ডাক ও চিৎকার শুনতে পেয়ে সেখানে উপস্থিত হয়ে দেখি একই এলাকার মৃত কার্তিক মন্ডলের পুত্র ভূমি-দস্যু কেনা মন্ডল পলাশকে লাঠি দিয়ে মারপিট করছে। আমি সেখানে উপস্থিত হওয়া মাত্র নোড়ারচক মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে থাকা শতাধিক নারী পুরুষও সেখানে হাজির হয়। এ সময় সেখানে উপস্থিত হওয়া স্থানীয় জনতার সামনে ভূমি-দস্যু কেনা মন্ডল একই এলাকার শুরেন মন্ডলের পুত্র অজিত মন্ডলকেও হাত দিয়ে চড় ও কিল মারতে থাকে। এ সময় আমি সহ স্থানীয়রা পলাশকে মারপিট করার কারণ জানতে চাইলে স্থানীয় জনতার সামনে পলাশ জানান, তিনি কিছুক্ষণ আগে ওই পথ দিয়ে ঘেরে যাচ্ছিলেন। সে সময় কেনা মন্ডল একই এলাকার সঞ্জয় মন্ডলের স্ত্রী মিনতি মন্ডলের সাথে তার ঘেরের বাসায় আপত্তিকর অবস্থায় লিপ্ত ছিলেন। এ সময় পলাশ তার হাতে থাকা টর্স লাইট জ্বালালে কেনা ক্ষিপ্ত হয়ে পলাশকে লাঠি দিয়ে মারছে। এরই মধ্যে ভূমি-দস্যু কেনা মোবাইল ফোনের মাধ্যমে তার সাঙ্গ পাঙ্গদেরকে সেখানে ডেকে নিয়ে আসে। সাঙ্গ পাঙ্গরা সেখানে উপস্থিত হয়ে কেনাকে বাঁচাতে স্থানীয় জনতাদেরকে আটকে রাখার চেষ্টা করে। ততক্ষণে কেনা সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে মিনতি ঘেরের জলে থাকা ককসিট মাথায় দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয় জনতা দেখতে পেলে তাদের মধ্যে থাকা কিছু মহিলা মিনতিকে ঘেরের জল থেকে উঠিয়ে তাকে আটকে রাখে। আমি শুধুমাত্র বিষয়টি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে জানালে তিনিই দেবহাটা থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হলে পরিবেশ শান্ত হয়। কিন্তু উক্ত ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার স্থানীয় কয়েকটি পত্রিকায় আমাকে ও আমার এলাকার সন্তোষ বিশ্বাসের পুত্র রাজীব বিশ্বাস, শশীভূষণ বিশ্বাসের পুত্র শিবনাথ বিশ্বাস, সুরেন্দ্র মন্ডলের পুত্র অজিত মন্ডল, সুশীল মন্ডলের পুত্র সুপদ মন্ডল, অনাথ মন্ডলের পুত্র বিভাস মন্ডল, বাবুরাম মন্ডলের পুত্র প্রদীপ মন্ডল, রনজিৎ মন্ডলের পুত্র বিষ্ণুপদ মন্ডল, রঞ্জন মন্ডলের পুত্র শান্ত মন্ডল ও নির্মল মন্ডলের পুত্র কৃষাণ মন্ডলকে অপরাধী বানিয়ে মিথ্যা খবর প্রকাশ করিয়েছে। উক্ত ঘটনায় আমি সহ উল্লেখিত ব্যক্তিরা জড়িত ছিল না। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি প্রকৃত ঘটনা জেনে অভিযুক্তদের শাস্তি ও আমাকে সহ উল্লেখিতদের হয়রানির হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে নোড়ারচক এলাকার শতাধিক ব্যক্তি উপস্থিত হয়ে আরো জানান, মিনতি রানী কয়েক বছর পূর্বে একই এলাকার মৃত নিতাই বিশ্বাসের পুত্র রনজিত বিশ^াস (মানা) কে প্রেমের ফাঁদে ফেলে দেশ ছাড়া করেছে। তাছাড়া ইতিপূর্বে বহু পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন। সম্প্রতি এক থেকে দেড় বছর ধরে কেনা মন্ডলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। তাছাড়া কেনা মন্ডল ইতি পূর্বে একই এলাকার ঠাকুর চরণ মন্ডলের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলায় তারাও দেশ ছাড়া হয়েছেন। স্থানীয়রা আরো জানান, আমরা সব সময় ভূমিহীনদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা কখনোই ভূমিহীনদের বিপক্ষে নয়। এ বিষয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান। 8,958,212 total views, 13,962 views today |
|
|
|