জুলাই ২৮, ২০২০
নওয়াপাড়ায় ভিজিএফের চাল বিতরণ
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় এ চাউল বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার ও ইউনিয়ন ট্যাগ অফিসার অধির কুমার গাইন, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আবুল কাশেম, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্লা গাজী, আকবার আলী, মুজিবর রহমান, মনিরুজ্জামান মনিসহ সকল ওয়ার্ডের গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় গরিব অসহায় মানুষের কথা চিন্তা করেন। তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্ব কালীন ভাতা বৃদ্ধিসহ প্রতিবছর বিভিন্ন সহায়তা প্রদান করে থাকেন। প্রধান মন্ত্রীর এসব সহায়তার অংশ হিসেবে নওয়াপাড়া ইউনিয়ন তথা দক্ষিণ অঞ্চলের অবহেলিত মানুষদেরকে বিভিন্ন ধরনের ত্রাণ ও ভাতা প্রদান করে যাচ্ছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। এসময় প্রধান মন্ত্রী ও ডা: আ.ফ.ম রুহুল হক এমপিকে ধন্যবাদ জানান তিনি। 8,957,676 total views, 13,426 views today |
|
|
|