সেপ্টেম্বর ১৬, ২০১৮
তালার খলিলনগরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
তালা প্রতিনিধি: ছাত্রীদের গায়ে অযাচিতভাবে হাত দেয়া, ছাত্রীদের বেগম বলে সম্বোধন করা, ক্লাস ফাঁকি দিয়ে স্কুলে ঘুমানোসহ নানা অভিযোগ উঠেছে তালার খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল কাশেম সরদারের বিরুদ্ধে। ঘটনার প্রতিকারসহ উক্ত শিক্ষকের শাস্তির দাবিতে অভিভাবকরা ইতোপূর্বে বিভিন্ন দপ্তরে আবেদন করেন। তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে আবুল কাশেমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন। কিন্তু দীর্ঘদিনেও কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবকসহ সচেতন মহল। অনতিবিলম্বে বিতর্কিত শিক্ষক আবুল কাশেমকে উক্ত স্কুল থেকে প্রত্যাহার না করলে আন্দোলন করা হবে বলে জানিয়েছেন অভিভাবকরা। 8,764,601 total views, 5,161 views today |
|
|
|