নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা দেবহাটায় মনিরুল ইসলাম(৩৫) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তি উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।
নিহতের পরিবার জানান, প্রতিদিনে ন্যায় সে বৃহস্পতিবার ইজিবাইক চালানোর জন্য বাড়ি থেকে বের হলে আর ফেরেনি। পরদিন সকালে তার লাশ একটি আখ বাগানের পাশ থেকে উদ্ধার হয়।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার জানান, একটি লাশ উদ্ধার হয়েছে। তিনি ইজিবাইক চালক। লাশ ময়না তদন্ত করে এবং মোবাইল ফোন সহ বিভিন্ন সূত্র ধরে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।