নিজস্ব প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের মোছাব্বির সরদারের ছেলে দাউদ আলী (৫২) এবং তালা উপজেলার কুমিরা এলাকার ইউসুপ আলীর ছেলে ইমান আলী (৫০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ¦র, ডায়রিয়া ও শ^াসকষ্ট নিয়ে দাউদ আলী গত বৃহস্পতিবার (১৮ জুন) ভর্তি হন। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
এদিকে ঈমান আলী গত সোমবার (২২ জুন) জ¦র, ডায়রিয়া ও শ^াসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।