জুন ২০, ২০২০
দেবহাটায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে প্রবেশ করে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে পূর্ব শত্রæতার জের ধরে বাড়িতে প্রবেশ করে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে আহতের ভাই জহুরুল ইসলাম। মারপিটের ঘটনায় আহত দক্ষিণ সখিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৫) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, দক্ষিণ সখিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম আনুমানিক ২০ বছর পূর্বে উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত আব্দুল গফ্ফার গাজীর মেয়ে পারুল বেগম (৩৫) এর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেন। বিবাহের পর থেকে স্ত্রী পারুল বেগম নিজের খেয়াল খুশি মত চলা ফেরা ও কলহ সৃষ্টি করতে থাকে। বিষয়টি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বহুবার আপোশ মীমাংসা হয়। কিন্তু পারুল বেগম নিজেকে শুধরে না নিয়ে কলহ সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে জহুরুল ইসলাম গত ইং ১১/০৩/২০২০ তারিখে আইন ও শরিয়ত মোতাবেক পারুল বেগমকে তালাক প্রদান করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে গত ১২/০৬/২০২০ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঠি সোঁটা সহ বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে জহুরুলকে মারতে আসলে তাকে বাড়িতে না পেয়ে তার ভাই শহিদুল ইসলাম (৩৫)কে মারপিট করে এবং ঘরের দরজা সহ অন্যান্য মালামাল ভাঙচুর করে প্রায় ১লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এসময় শহিদুল ইসলামের ডাক ও চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শহিদুলকে গুরুতর রক্তাক্ত অবস্থায় সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহতের ভাই জহুরুল ইসলাম ৫ জনের নামে ১৩/০৬/২০২০ তারিখ (ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১৪৪) উল্লেখ করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, মারপিটের ঘটনায় আহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আইনগত প্রক্রিয়া চলছে। 8,954,034 total views, 9,784 views today |
|
|
|