জুন ১৮, ২০২০
দেবহাটায় সরকারি গাছ কর্তন: থানায় অভিযোগ
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নাংলায় সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে ও ইউপি সদস্য মুজিবর রহমান জানান, নাংলা বাজারের পার্শ্বে অবস্থিত একটি মেহগনি গাছ নাংলা গ্রামের এমদাদ বিশ্বাসের ছেলে মাহমুদুল হক লাভলু ও একই এলাকার মৃত কালাম গাজীর ছেলে শওকাত আলী গাজী স্থানীয় কাঠ ব্যবসায়ী মৃত আজিজার গাজীর ছেলে হামিদ গাজীর নিকট ৩৭ হাজার টাকায় বিক্রয় করে। বৃহস্পতিবার সকাল থেকে গাছটি কর্তন করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে ইউপি সদস্যসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কাছে জানালে তিনি থানায় অভিযোগ দেওয়ার কথা বলেন। পরে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে মাহমুদুল হক লাভলুর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, গাছটি আমাদের এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন “আদর্শ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সমিতি” এর উন্নয়ন কাজের জন্য বিক্রয় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শোনা মাত্রই তাদেরকে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জানান, ইউপি সদস্যের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে, গাছের প্রকৃত মালিককে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 8,952,245 total views, 7,995 views today |
|
|
|