দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সালেক (৫০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। পল্লী চিকিৎসক আব্দুস সালেক দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের মৃত হাকিম ঢালীর ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, শুক্রবার বৈদ্যুতিক পানির মোটর মেরামত করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।