জুন ১১, ২০২০
তালায় পাচার মামলার বিচার ও আইনি সহায়তা কার্যক্রম শক্তিশালী করণের দাবিতে সংবাদ সম্মেলন
তালা প্রতিনিধি : তালা উপজেলায় মানব পাচার সংক্রান্ত মামলার বিচার ও আইনি সহায়তা কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১ টায় তালা ডাক বাংলোয় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় উপজেলা সিটিসি, চাইল্ড টাস্ক ফোর্স, শিশু প্রতিনিধি ও বেসরকারি সংগঠন ইনসিডিন বাংলাদেশের পরিচালনাধীন কনসোডিয়াম পিসিটিএসসিএন এর যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিন বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সাকিবুর রহমান সাকিব। সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, উপজেলা পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর সদস্য সচিব এবং তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল, পিসিটিএসসিএন এর সাতক্ষীরার লিয়াজো অফিসার মো. রুহুল আমিন, শিশু প্রতিনিধি মরিয়ম জাহান সাবাহ এবং আশিকুজ্জামান বাপ্পীসহ তালা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। 8,616,090 total views, 7,747 views today |
|
|
|