কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা কৃষক লীগের সভাপতি অধিবাস অধিকারী, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে আছাদুর রহমান সাধু মিস্ত্রীকে আহবায়ক ও শেখ শহিদুল ইসলাম মিস্ত্রীকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ইমারত শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়।