জুন ২৯, ২০২৪
আপত্তিকর ও মনগড়া মানহানিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: বক্তব্য কাটছাট করে আপত্তিকর ও মনগড়া মানহানিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। শনিবার (২৯ জুন) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, গত ২২ জুন শনিবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দু’টি পত্রিকায় এবং দেশ টিভিতে আমাকে নিয়ে লেখা ও প্রচারিত ‘আদালত, প্রশাসন না মানা চেয়ারম্যানের আক্রোশে নাজেহাল কালিগঞ্জের মনিকা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে আমার বক্তব্য কাটছাট করে প্রতিবেদক নিজের ইচ্ছামত ও একপেশে সংবাদ পরিবেশন করেছেন। তিনি সাংবাদিকদের প্রতিপক্ষ নন দাবি করে বলেন, বাংলাদেশের সাংবিধানিক কাঠামো অনুযায়ী ইউনিয়ন পরিষদ একটি গ্রাম্য আদালত। সেই আদালতের বিচারকের দায়িত্ব পালন করে থাকেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। তাই কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপি’র চেয়ারম্যান হিসেসে আমি ওই গ্রাম আদালতের বিচারক। যদিও গ্রাম আদালতের বিচারক একজন ম্যাজিস্ট্রেট কিনা বা উভয় অর্থ একই কিনা সে সম্পর্কে আমার সম্যক ধারণা নেই। তবে কোন অভিযোগকারী তার আদালতে অভিযোগ করলে বিবাদীপক্ষকে নিয়ম অনুযায়ী নোটিশ করাটাই আইনগত পদ্ধতি। সেক্ষেত্রে বিবাদীপক্ষকে নিয়মতান্ত্রিক ভাবে অভিযোগের কপি দিতে কোন বাধা নেই। একইভাবে বিবাদীপক্ষ একই বিষয় নিয়ে যদি উচ্চ আদালতে মামলা করে থাকে তাহলে তাকে ধার্যদিনে গ্রাম্য আদালতে হাজির হায়ে মামলার কপি জমা দিয়ে বিচারককে (চেয়ারম্যান) অবহিত করে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রাম আদালতের মামলার কার্যক্রম বন্ধ রাখার আবেদন করতে হবে। সেক্ষেত্রে তার কোন ব্যত্যয় হলে ইউপি চেয়ারম্যানকে জবাবদিহী করতে হবে। যদিও সংবাদমাধ্যমে আমাকে পরিকল্পিতভাবে হয়রানি করার জন্য আমার নোটিশ পাওয়ার পরও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের মামলার কপিসহ ধার্য দিনে সোনাতলা গ্রামের উমাকান্ত কর্মকার ও তার পরিবারের সদস্যরা আমার কাছে হাজির হয়ে বা সময়ের আবেদন করে মামলার নথিসহ আবেদন করেননি। উপরন্তু আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে বিষেদাগার করেছেন। আমার সম্মান নষ্ট করতে তারা সংবাদ মাধ্যমে যেভাবে আপত্তিকর ভাষা ব্যবহার করে আমার শ্বশুরবাড়ির সঙ্গে মনিকা কর্মকারের শ্বশুরবাড়ি, আগে নির্বাচনে হেরে যাওয়া, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করেছেন তা একজন নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে চরম মানহানিকর। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল সম্মানজনক ভাবে দায়িত্ব ও কর্তব্য পালনে তাকে সহযোগিতার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দীন সরদারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 8,564,177 total views, 2,882 views today |
|
|
|