জুন ৫, ২০২০
সাতক্ষীরা থেকে ঢাকাগামী পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা থেকে ঢাকাগামী সকল যাত্রী পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। করোনা ভাইরাসের প্রভাবে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে গণপরিবহন চালু করায় বাস মালিকদের সুবিধার্থে সরকারিভাবে ৬০% অতিরিক্ত ভাড়া আদায়ের নির্দেশনা আছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রী পরিবহণে এর থেকেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন সাতক্ষীরা থেকে ঢাকাগামী সাধারণ যাত্রীরা। যাত্রীরা বলছেন ৫শ’ টাকার পরিবর্তে এখন ১ হাজার টাকা পরিবহণ ভাড়া নেয়া হচ্ছে। ভুক্তভোগী আব্দুস সামাদ জানান, ‘আমি জরুরী কাজের জন্য ঢাকায় যাওয়ার জন্য বেরিয়েছি। সরকারি নির্দেশনা মেনে ৬০% ভাড়া বেশি দিতে হবে জানি। কিন্তু আমি আগে ঢাকায় গিয়েছি তখন টিকিটের মূল্য ধরেছে ৫শ’ টাকা। সে হিসেবে এখন ভাড়া হবে ৮শ’ টাকা। তারপরও আমি যে কয়টা কাউন্টারে ঘুরেছি সবাই ১ হাজার টাকা চাইছে। বাধ্য হয়ে ১ হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে’। ঢাকাগামী যাত্রী সোহেল রানা জানান, ‘পরিবহণ কাউন্টারে ঢাকা যাতায়াতের ভাড়া বেশি নেয়া হচ্ছে। ৫শ’ টাকার পরিবর্তে এখন ১ হাজার টাকা ভাড়া নিচ্ছে, ফলে আমরা সাধারণ যাত্রীরাই পড়ছি বিপাকে’। এ বিষয়ে সাতক্ষীরা এসপি গোল্ডেন লাইনের কাউন্টারে কথা বলে জানা যায়, ‘ঢাকায় যেতে ফেয়ার ভাড়া ৬শ’ ৫৭ টাকা। সে হিসেবে ৬০% ভাড়া বৃদ্ধি করে হয় ১ হাজার ৫১ টাকা, আমরা সেখানে ১ হাজার টাকা নিচ্ছি’। ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের এক কর্মকর্তা জানান, ‘সাতক্ষীরা থেকে আমরা পূর্বে ৫শ’ টাকা ভাড়া নিতাম। তবে সরকারি ভাবে ৬শ’ ৬৫ টাকা ভাড়া আদায়ের নির্দেশনা ছিল। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ভাড়া বৃদ্ধি হওয়ায় ভাড়া আসে ১ হাজার ৬৭ টাকা। সেখানে আমরা ১ হাজার টাকা ভাড়া নিচ্ছি’। 8,472,352 total views, 3,968 views today |
|
|
|