মে ১৯, ২০২০
তালায় তুলা চাষিদের উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি : তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পে (ফেজ-১) এর আওতায় তালা উপজেলায় তুলা চাষিদের উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার সীমান্তবর্তী আরোশনগর গ্রামের চারাবন এলাকায় এ সামাজিক দুরত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয়। কটন ইউনিট অফিসার মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় উদ্ধুদ্ধ করণ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দীন। উদ্ধুদ্ধ করণ সভায় আগত সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের পক্ষ থেকে সাবন ও মাস্ক প্রদান করা হয়। মীর জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, তালা ইউনিটের সহকারী কটন অফিসার গাজী মো. রফিকুল ইসলাম, কালের কণ্ঠ তালা উপজেলা প্রতিনিধি মো. রোকনুজ্জামান টিপু প্রমুখ। উদ্ধুদ্ধকরণ সভায় তুলা চাষিসহ প্রথম সেশনে ৩০ জন ও দ্বিতীয় সেশনে ৩০ জন স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি উদ্ধুদ্ধকরণ সভা শেষে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের নিজস্ব অর্থায়নে ৫ জন অসহায় কর্মহীন কৃষকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন । 8,617,625 total views, 9,282 views today |
|
|
|