মে ১২, ২০২০
খোর্দ গ্রামে অসহায় নারীর জমি দখলের পায়তারা থানায় অভিযোগ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার খোর্দ গ্রামে এক অসহায় নারীর জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, খোর্দ গ্রামের মইদুল বিশ্বাসের মেয়ে ডলি খাতুন তার পিতার বাড়িতে পৃথকভাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গত ৪ মে ভিটে বাড়ির জমির সীমানা বরাবর মাটি কাটার সময় একই গ্রামের মৃত আইয়ুব আলী বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস দলুইপুর গ্রামের মেহেদী হাসান, ছবেদ আলী, খোর্দ গ্রামের মিঠুন বিশ্বাস, সাদ্দাম হোসেন,বারেক বিশ্বাস, সুন্নত বিশ্বাস, মাহমুদ আলীসহ ৫/৬ জন বাধা দেয়। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে উক্ত ব্যক্তিরা আমার বুকে পেটে লাথি মেরে পরনের কাপড় ছিড়ে ফেলে। পরে তারা আমার বসত ঘরে প্রবেশ করে ৩৫ হাজার টাকার ক্ষয় ক্ষতিসহ বিভিন্ন মালামাল লুটতরাজ করে। উক্ত ব্যক্তিরা পর সম্পদ লোভী। তারা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। অসহায় নারী ডলি খাতুন আরো জানান, উক্ত সন্ত্রাসীরা তার বসত ভিটা দখল করে নেয়ার জন্য নানা রকম পায়তারা করে আসছে। যে কোন সময় তাকে খুন জখম ও গুম করে ফেলবে বলে হুমকিও প্রদান করেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত সোমবার কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামীরা সন্ত্রাসী ও দুর্দান্ত প্রকৃতির লোক হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারসহ খুলনা রেঞ্জ ডিআইজির হস্তক্ষেপ কামনা করেছেন। 8,644,264 total views, 616 views today |
|
|
|