মে ৫, ২০২০
করোনা ঝুঁকি নিয়েই সেবা দিচ্ছেন তাঁরা
কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা করোনা ঝুঁকির মধ্যে স্বাস্থ্য সেবা প্রদান ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ কার্যক্রম পরিচালনা করছে। এদিকে ঝুকির মধ্যে সেবা প্রদানরত ডাক্তার ও কর্মচারীরা প্রধান মন্ত্রীর নিকট তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। এসকল রোগীদেরকে ঝুঁকি নিয়েই আমাদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। করোনার উপসর্গ থাকলে তাৎক্ষনিক ভাবে তাদের নমুনা সংগ্রহের জন্য কলারোয়া সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। একই সাথে তাদের হোম কোয়ারেন্টিনে থাকারও পরামর্শ দেয়া হচ্ছে। তিনি বলেন, কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ৬ সদস্য বিশিষ্ট একটি টিম নিরলসভাবে এই কাজ করে যাচ্ছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশের এই সংকটময় মুহুর্তে ডাক্তারদেরকে সুরক্ষা আর নিরাপত্তার বিষয়ে সুদৃষ্টি দেয়ার আহবান জানান। 8,644,920 total views, 1,272 views today |
|
|
|