জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ১শ’ ৭০ অসহায় দুস্থ খেটে খাওয়া দিনমজুর পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও ১ কেজি আলু গ্রাম পুলিশের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু’র তত্ত্বাবধানে ১০কেজি চাউল ১কেজি আলু প্যাকেট জাত করে ইউনিয়নের তালিকা ভুক্ত ১শ’ ৭০ টি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
জয়নগর ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমানের তথ্য অনুযায়ী এই পর্যন্ত জয়নগর ইউনিয়নে ৯শ’ ২৩ টি পরিবারের বাড়িতে সাহায্য পাঠানো হয়েছে।
জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু জানান, ‘করোনা ভাইরাস মোকাবেলায় আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। বিনা প্রয়োজনে এবং সন্ধার পরে বাড়ি থেকে বাইরে বেরোনো যাবে না। আপনারা ঘরে থাকুন পর্যায় ক্রমে আপনাদের ঘরে খাবার পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, যারা এখনও সরকারি কোন সাহায্য পাননি তারা মেম্বর/আমাকে জানান। এখনও জয়নগর ইউনিয়নে প্রায় ২ হাজারের মত মধ্যবিত্ত ও দিনমজুর যারা সরকারি কোন সুবিধা পাননি। আপনারা হতাশ হবেন না, আমি নিজ দায়িত্বে সবার ঘরে খাবার পৌঁছে দেবো’।