পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সকল উপজেলা ও ইউনিয়নের অসহায় ও অসুস্থ শিল্পীদের তালিকা তৈরি করছেন শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নাট্য নির্মাতা জি এম সৈকত। পরবর্তীতে অসুস্থ শিল্পীরা যাতে বিনা চিকিৎসায় না ভোগে সেজন্য তাদের পাশে দাড়ানো হবে।
এ ব্যাপারে সৈকত বলেন, সাতক্ষীরা আমার জন্মভূমি। সৃষ্টিকর্তার রহমত আর সবার দোয়ায় টেলিভিশন মিডিয়ায় সুনামের সাথে কাজ করছি। যেহেতু আমি একজন শিল্পী, তাই নিজ জেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের জন্য আমার দায়িত্ববোধের জায়গা থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া সাতক্ষীরা জেলা থেকে প্রতিভাবান শিল্পীদের জাতীয় পর্যায়ে কাজ করানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।