এপ্রিল ১৩, ২০২০
দেশে করোনায় মোট ৩৯ জনের মৃত্যু: শনাক্ত ৮০৩
ন্যাশনাল ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৯ জন । নতুন করে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১শ’ ৮২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৮শ’ ৩ জন। এছাড়া গত একদিনে ১ হাজার ৫শ’ ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন, এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৪২ জন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান। এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ আগের দিনের চেয়ে ৩৮ শতাংশ বেশি এবং ১৭ শতাংশ বেশি পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন আরও ৫ হাজার ৬শ’ ৮৪ জন। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ৮৫ হাজার ৪শ’ ৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪শ’ ৮৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ১শ’ ৮৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ১ হাজার ৪৫ জন এবং এখন পর্যন্ত কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ৬৩ হাজার ২শ’ ৭৬ জন। আর আইসোলেশনে রাখা হয়েছে ৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২শ’ ৯৯ জন। আর গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৭ জন। 8,572,431 total views, 201 views today |
|
|
|