এপ্রিল ১০, ২০২০
সরুলিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বরাদ্দের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সরকারি সহায়তায় ঘরবন্দি অসহায় মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী জনগণকে না দিয়ে চেয়ারম্যানের আয়ত্বে আটকে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, সরকারি খাদ্য সামগ্রী বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে মজুদ করে রেখেছে তালা উপজেলার সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান। এরপর স্থানীয়দের অভিযোগের পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক চেয়ারম্যান মতিয়ার রহমানকে বরাদ্দের চাল বিতরণের নির্দেশ দেন। তারপর ঘটনার বেগতিক দেখে শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে ইউপি সদস্যদের কাছে বরাদ্দের চাউল হস্তান্তর করেন ওই ইউপি চেয়ারম্যান। এ বিষয়ে সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আমি আগে ৫শ’ কেজি চাল পেয়েছিলাম সেগুলো ইতোমধ্যে ১শ’ পরিবারের মাঝে বিতরণ করেছি। এছাড়া গত ৭ এপ্রিল দুই টন ও ৮ এপ্রিল ১ টন সরকারি বরাদ্দের চাউল পেয়েছি এবং তা আজ সকালে ইউনিয়নের ৩শ’ ভ্যানচালকের মাঝে বিতরণ করা হয়েছে’। তিনি আরও জানান, ‘আমি ২ দিন আগে চাউলগুলো পেয়েছি তাই বিতরণ করতে দেরি হয়েছে’। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ‘চেয়ারম্যান মিথ্যা বলছেন। গত ২ এপ্রিল চেয়ারম্যানকে ২ টন চাউল দেয়া হয়েছে। তার আগে তিনি ৫শ’ কেজি চাউল পেয়েছিল’। নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘বরাদ্দের খাদ্য সামগ্রী অসহায় মানুষদের মাঝে বিতরণ না করায় চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে’। 8,579,995 total views, 7,765 views today |
|
|
|