দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ১২ দলীয় আঞ্চলিক ফুটবল লীগ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পারুলিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে জেলিয়াপাড়া ফুটবল মাঠে এই লীগ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি ও স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, যুবলীগ নেতা শেখ তাজুল ইসলাম তাজু, স্পোর্টিং ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক অসিম ঘোষ, রিংঙ্কুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উদ্বোধনী খেলায় পারুলিয়া জেলিয়াপাড়া একাদশ ও নিশ্চিন্তপুর গ্রাম একাদশ অংশগ্রহণ করে।