সেপ্টেম্বর ১০, ২০১৮
দখল হয়ে যাচ্ছে দু’তীর:অস্তিত্ব সংকটে বেতনা
মোজাহিদুল ইসলাম, কলারোয়া: নাব্যতা হারিয়ে কলারোয়ার উপর দিয়ে বয়ে যাওয়া একসময়ের প্রমত্তা বেতনা নদী এখন মৃতপ্রায়। দু’পাশে জেগে ওঠা চর দখল করে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা, কল-কারখানা, ঘরবাড়ি, মাছের ঘের ও ফসলি ক্ষেত। নির্মাণ করা হয়েছে মসজিদ ও পাকা শ্মশান। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ভূমিদস্যুরা দখলের প্রতিযোগিতায় নেমেছে বলে অভিযোগ উঠেছে। 8,767,038 total views, 7,598 views today |
|
|
|