মার্চ ১৩, ২০২০
রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের মিলন মেলায় সাতক্ষীরা প্রেসক্লাবের ‘ফ্যামিলি ডে’ উদ্যাপিত
ডেস্ক রিপোর্ট : সর্বস্তরের মানুষের মিলন মেলায় সাতক্ষীরা প্রেসক্লাবের ‘ফ্যামিলি ডে’ উদ্যাপিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহরতলির বিনোদন কেন্দ্র মোজাফফার গার্ডেনে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ এই ফ্যামিলি ডে। জেলার সকল পর্যায়ের রাজনীতিবিদ, পুলিশ বিভাগসহ প্রশাসনিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাসমূহের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সাংবাদিক সদস্যদের পরিবার-বর্গের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ফ্যামিলি ডে’র অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোজাফফর রহমানসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। ফ্যামিলি ডে’র অনুষ্ঠানে অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) জিয়াউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান তানভির হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম খলিলুল্লাহ ঝড়–, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, ডিবি ওসি মহিদুল হক, ডিএসবি’র পরিদর্শক মিজানুর রহমান, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান প্রমুখ। সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত ফ্যামিলি ডে’র দিনব্যাপী অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের শিশু ও তাদের মায়েরা গার্ডেনে নানা প্রকার খেলাধুলায় মেতে ওঠে। আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সাথে পরিচিত হওয়া এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন। মধ্যাহ্নভোজ শেষে অতিথিবৃন্দ এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করায় সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রেসক্লাবের অগ্রগতি ও মঙ্গল কামনা করেন। সাতক্ষীরা প্রেসক্লাব আরো এগিয়ে চলুক। সাংবাদিকরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সকল ধরনের অন্যায় অসত্যের প্রতিবাদ করবেন এমনই প্রত্যাশা করেছেন। একই সাথে সরকারের উন্নয়ন ও সফলতার বিষয়ে সাংবাদিকরা তাদের লেখনীর মধ্যদিয়ে তুলে ধরবেন এই আহŸান জানান অতিথিবৃন্দ। সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়ংকর রূপ ধারণ করেছে। এজন্য আমাদের সতর্ক হতে হবে। যেহেতু এই রোগের এখন পর্যন্ত উন্নত কোনো চিকিৎসা নেই, তাই সংক্রমণ ঠেকাতে সতর্কতা বা সাবধানতার কোন বিকল্প নেই। লোক সমাগম এড়িয়ে চলা, বারে বারে সাবান দিয়ে হাত, মুখ, পা ধোয়াসহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কোলাকুলি বা হ্যান্ডশেক না করে দূর থেকে কুশল বিনিময় করতে হবে। শরীরে সর্দি জ্বর, কাশি, বুকে ব্যথা বা কোন রকম উপসর্গ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়ারও পরামর্শ দিয়েছেন অতিথিবৃন্দ। 8,475,988 total views, 716 views today |
|
|
|