জি এম মোস্তাক আহমেদ, কপিলমুনি: কপিলমুনিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দেব কুমার দাশ ওরফে দেবুকে (৩৫) আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের মামুদকাটির সিএসএস এর মোড় থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের মৃত অমূল্য দাশের ছেলে।
ডিবি পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দেব কুমার দাশ দীর্ঘদিন ধরে মামুদকাটির বিভিন্ন এলাকা জুড়ে মাদক ব্যবসা করে আসছিল। স্থানীয় কতিপয় জনপ্রতিনিধির ছত্র-ছায়ায় থাকায় তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এর আগে সে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও ছাড়া পেয়ে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এ ব্যাপারে তার বিরুদ্ধে পাইকগাছা থানায় ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল এর ৭ (ক) ধারায় একটি মামলা হয়েছে। যার নং-৩৩, তারিখ-১৭/০৭/১৮।