নভেম্বর ২, ২০২৪
পাইকগাছার ভাঙ্গন-কবলিত স্থানে ডাম্পিং স্থাপন; এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস
এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার লস্কর ইউনিয়নের ভাঙ্গন কবলিত স্থানে ডাম্পিং স্থাপনের উদ্বোধন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১০/১২ নং পোল্ডারের লস্কর ইউনিয়নের আলমতলা বাজার সংলগ্ন নদী ভাঙ্গন রোধে সরকারের ৭১ কোটি টাকার বরাদ্দের কাজের প্রথম পর্যায়ে জিও ডাম্পিং কাজ শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আররাদ কর্পোরেশন এর প্রকৌশলী কৃষ্ণ পদ রায়, প্রকৌশলী আরিফুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর ফজলুল করিম, সার্ভেয়ার রায়হান আহমেদ রাজু,পানি উন্নয়ন বোর্ডের আবু তাহের। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. জিএম আঃ সাত্তার, এ্যাড. সাইফুদ্দীন সুমন, প্রভাষক মনিরুজ্জামান মনি,যুবনেতা হুরায়রা বাদশা, আজহারুল গাজী, আছাদুজ্জামান খোকন, মোস্তাকিম গাজী, রাসেল, ইব্রাহিম, মারুফুল হক প্রিন্স, রায়হান পারভেজ টিপু,মিলন, তৈয়বুর রহমান,শহিদুর রহমান শহীদ, আনারুল সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে দীর্ঘ প্রতিক্ষার পর আলমতলা ভাঙ্গন কবলিত স্থানে ডাম্পিং স্থাপনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে একধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। উল্লেখ্য, উক্ত ভাঙ্গন কবলিত স্থানটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে বলে জানা যায়। যদিও এ স্থানের কাজের টেন্ডার বেশ আগেই হলেও কাজের অগ্রগতি না থাকায় জনমনে নানান প্রশ্নের বাসা বাঁধে। এছাড়াও ভাঙ্গন কবলিত স্থানের পাশেই স্থাপন হচ্ছে সরকারের শত কোটি ব্যয়ে কৃষি কলেজ। তাছাড়া বিভিন্ন সময় নদ-নদীতে পানি বৃদ্ধি সহ ঘূর্ণিঝড় এর খবর শুনলে এ এলাকার হাজার হাজার মানুষের নির্ঘুম রাত কাটতে দেখা যায়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আমি এ উপজেলায় চাকরিতে জয়েন্ট করার পর থেকে এ ধরনের পেন্ডিং কাজগুলো সমাধানের লক্ষে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি সর্বশেষ ঘূর্ণিঝড় দানা সহ এ স্থান কয়েকবার পরিদর্শন করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে। 8,537,962 total views, 5,294 views today |
|
|
|