জানুয়ারি ২৮, ২০২০
তালায় সংসার ফিরে পেতে চেয়ে স্বামীর থানায় জিডি
নিজস্ব প্রতিনিধি: তালার এক পল্লীতে স্ত্রীকে ফিরে এনে সংসার পুন:উদ্ধার করতে থানায় জিডি করেছেন অসহায় স্বামী বিল্লাল মোড়ল। এ ঘটনা তালা উপজেলার বকশিয়া গ্রামের। ভূক্তভোগী জানায়, একই উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের লেয়াকাত মোড়লের কন্যা রোকেয়া খাতুন(১৯) কে চলতি মাসের প্রথম তারিখে বিয়ে করে। এতে ১ লাখ টাকা দেনমোহর ধার্য করে উভয় পক্ষের সম্মতিক্রমে বিজ্ঞ নোটারি পাবলিক আদালত, খুলনা জর্জ কোর্টে বিবাহ কার্য্যাদি সম্পন্ন হয়। এরপর মেয়ের বাবা সংসার ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন রকম পায়তারা চালাতে থাকে। এমনকি আমার বিবাহিত স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে অন্যত্র বিবাহ দেয়ার পাঁয়তারা চালানো হচ্ছে। আমার শ্বশুরের পরামর্শে স্ত্রীর কাছে গরু কেনার জন্য ৫৭,৫০০ টাকা, চার আনা এক রতি তিন পয়েন্ট স্বর্ণের কানের দুল, চার আনা স্বর্নের চেইন ও নাকফুল যার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে সে পিত্রালয়ে চলে গেছে। কিন্তু আমাদের দাম্পত্য জীবনে দুই জনের মধ্যে কোন ঝগড়া বিবাদ ছিল না। এদিকে স্ত্রীর শোকে বর্তমানে বিভিন্ন দারে দারে ঘুরছেন ভুক্তভোগী অসহায় স্বামী। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী সহায়তার মাধ্যমে স্ত্রীকে ফিরে পেতে তালা থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলাচ্ছিল বলে জানান বিল্লাল মোড়ল। 8,626,485 total views, 6,035 views today |
|
|
|