জানুয়ারি ২৬, ২০২০
উপশম মানব কল্যাণ সমিতির প্রতারণার জালে তালার সাড়ে ৩ হাজার গ্রাহক
তালা প্রতিনিধি: উপশম মানব কল্যাণ সমিতি নামের এনজিও’র প্রতারণার জালে আটকা পড়েছে তালা উপজেলার বিভিন্ন এলাকার প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহক। গ্রামের দরিদ্র ও সাধারণ এই নারী গ্রাহকরা ২ কোটি টাকা খুইয়ে এখন বিভিন্ন মহলে ধর্ণা দিচ্ছে! তার সাথে টাকা ফেরত চাওয়ায় ওই এনজিও’র ম্যানেজার’র হুমকির মুখে দরিদ্র গ্রাহকরা এখন আতঙ্কিত অবস্থায় রয়েছে। ঘটনার প্রতিকার পেতে প্রায় ২শ ভুক্তভোগী নারী রোববার সকাল থেকে তালা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দায়ের করেন। উপজেলার জালালপুর, মাগুরা, খলিশখালী ও ইসলামকাটি ইউনিয়নের নাজমা বেগম, শিউলি রাণী, লোপা, তাছলিমা, খান দেলোয়ার ও আলতাফ গাজী সহ ভুক্তভোগীরা বলেন, কেশবপুর উপজেলার কথিত এনজিও মানব কল্যাণ সমিতি (উপশম মানব কল্যাণ সমিতি) ২০১৫ সালে তালার মাগুরা বাজারে তাদের সঞ্চয়, ডিপিএস ও ঋণ কার্যক্রম শুরু করে। এদিকে সমিতির নামে গ্রাহকদের প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়া ছাড়াও মাগুরা বাজারের শফিকুল ইসলাম’র ইলেকট্রনিকস মালামাল বাবদ প্রায় ৫০ হাজার টাকা, দেলোয়ার হোসেন’র রড, সিমেন্ট বাবদ প্রায় ৩৫ হাজার টাকা এবং সমিতির অফিস ঘর নির্মাণের রাজ মিস্ত্রি আলতাফ হোসেন’র প্রায় ৯৮ হাজা টাকা প্রতারক জাহাঙ্গীর সরদার কৌশলে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। অপরদিকে, উপশম মানব কল্যাণ সমিতির গ্রাহকরা দীর্ঘদিন ধরে সমিতির জমি সহ নির্মাণাধীন ঘর জিম্মি করে রাখলেও তা গোপনে বিক্রি করার পাঁয়তারা চালানো হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। এব্যপারে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি দেখা হবে। 8,626,727 total views, 6,277 views today |
|
|
|