জানুয়ারি ১৯, ২০২০
পাইকগাছার খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় খড়িয়া নাবারুন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ও দপ্তরির নিয়োগ ঝুলে গেল কোন কারণে? অর্থ বাণিজ্য চেষ্টা না কি পছন্দের লোক নিয়োগের চেষ্টা এ প্রশ্ন এলকাবাসির। প্রধান শিক্ষক দীপক সরকার কি সব দায়িত্ব সামলাচ্ছেন? এ নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, ২টি পদের নিয়োগ নিয়ে প্রধান শিক্ষকের সাথে মতপার্থক্যে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন,২০১৭ সালের ফেব্রুয়ারিতে লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পূর্ণ চন্দ্র সরদার ও ১৮ সালে দপ্তরি বিধান চন্দ্র মন্ডল অবসর গ্রহণ করলে এ দুটি পদে নিয়োগের জন্য কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। জানা গেছে, অজানা কারণে অফিস সহকারী পদের নিয়োগ বাতিল হয়ে যায়। এরপর বিগত ১৯ সালে ২৫ জুলাই দুটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আজও নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম চোখে পড়েনি। সূত্র জানায় অফিস সহায়ক পদে খড়িয়ার প্রকাশ চন্দ্র সরকার, দীপ্তা মন্ডল, হিমাদ্রি সরকার, কয়রার তালবাড়ীয়ার অনাল বাইন ও আশাশুনির বড়দল গ্রামের বিচিত্র সরদার সহ অনেকে আবেদন করে। অন্যদিকে দপ্তরি পদে খড়িয়ার অভিজিৎ মন্ডল, সাগর মন্ডল সহ অনেকে আবেদন করে। একটি বিশ্বস্ত সূত্র জানায় অফিস সহায়ক পদে আবেদনকারী প্রধান শিক্ষকের ভাগনে বিচিত্র সরকারকে নিয়োগ দেবেন না প্রতিবেশী ভাইপো প্রকাশ সরকারকে নিয়োগ দেবেন এ প্রশ্নে প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার দোটানায় পড়ে শ্যামরাখি না ক‚ল রাখি অবস্থায় পড়েছে? কে বেশি আপনজন এ নিয়ে এলাকা বাসির মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে এ দুটি পদের নিয়োগের সময়সীমা শেষ পর্যায়ে। এ সম্পর্কে প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের সাথে তার ব্যবহৃত মোবাইল নং- ০১৭১৪- ৫১৫৪৬৪ এ বারবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন এ ২টি পদের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন। 8,584,448 total views, 1,134 views today |
|
|
|