ডিসেম্বর ২৪, ২০১৯
পাইকগাছায় হয়রানি মূলক মামলার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় নতুন কাটা মার্কেট বন্ধ করতে না পেরে পরিকল্পিতভাবে ফৌজদারি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছে আসামির ভাই ফজলু গাজী। অভিযোগে তিনি বলেন, পাইকগাছা পৌরসভার শিববাটি মৌজায় নিজস্ব জমিতে চলতি বছর ৪০ জন ব্যবসায়ী একটি মৎস্য আড়ৎ গড়ে তোলে। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্র তৈরির জন্য প্রক্রিয়া অব্যাহত আছে। এদিকে, প্রতিষ্ঠাকাল থেকে পাইকগাছা মৎস্য আড়তদারি সমবায় সমিতির লোকেরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নতুন আড়তটি বন্ধের জন্য নিজেদের লোক সাজিয়ে মাছ ছিনতাই ও চাঁদাবাজির নাটক সাজিয়ে নতুন মৎস্য আড়তদারি সমিতির সভাপতি বজলুর রহমান ও পরিচালক আব্দুস সাত্তারসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে মিথ্যা মামলা করেছে বলে বজলুর রহমানের ভাই ফজলুর রহমান জানায়। তিনি আরো বলেন, মামলায় পিকআপ ভর্তি মাছ দেখানো হলেও সেখানে কোন পিকআপ ছিল না। প্রতিপক্ষ পাইকগাছা মৎস্য আড়তদারি সমবায় সমিতির সভাপতি-সম্পাদক জানায়, নতুন মৎস্য আড়তের সভাপতিসহ অন্যরা তাদের দাদন দেয়া পার্টির মাছ জোরপূর্বক ছিনতাই করা ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করা হয়েছে। 8,587,960 total views, 4,646 views today |
|
|
|