ডিসেম্বর ৫, ২০১৯
অবশেষে সাতক্ষীরা জেলা পরিষদের হস্তক্ষেপে ৪ লক্ষ টাকার কাঠ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: অবশেষে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্যদের হস্তক্ষেপে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রাম থেকে ৪ লক্ষ টাকার একটি শিশু গাছের কাঠ উদ্ধার করা হয়েছে। সূত্র জানান, বিগত ঘূর্ণিঝড় বুলবুল’র তান্ডবে উপজেলার মৌতলা ইউনিয়নে নামাজগড় গ্রামে জেলা পরিষদের রাস্তার পাশে আনুমানিক ৪ লক্ষ টাকা মূল্যের একটি শত বছরের শিশু গাছ উপড়ে যায়। ওই গাছটি একই গ্রামের মৃত মধুসূদন দেবনাথ’র ছেলে বিশ্বনাথ দেব (৪৫) নিজের দাবি করে ৪ লক্ষ টাকায় কুশুলিয়া গ্রামের কাঠ ব্যবসায়ী সুজন কাজীর নিকট বিক্রি করেন। কিন্তু রহস্যজনকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্যাডে ১ লক্ষ ৩৮ হাজার টাকায় বিক্রি দেখিয়ে টাকা গুলো নিজের জিম্মায় রাখেন বলে জানিয়েছেন জেলা পরিষদ সদস্যরা। বিষয়টি জানতে পেরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি, রোজিনা কান্টুসহ অন্য সদস্যরা বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছালে মুঠো ফোনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী তাদেরকে বেঁধে রাখাসহ নানা ধরনের হুমকি প্রদান করেছেন বলে জানা যায়। তবে এর সত্যতা জানার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। অবৈধভাবে জেলা পরিষদের গাছ বিক্রির দায়ে বিশ্বনাথ দেব এবং ক্রেতা কুশুলিয়া গ্রামের সুজন কাজীকে থানার উপ-পরিদর্শক জিয়ারত আলী আটক করে থানায় নিয়ে গেলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় জব্দকৃত কাঠগুলো জেলা পরিষদ তাদের নিজেদের সংরক্ষণে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যায় বলে জানা যায়। এদিকে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলিকে মুঠো ফোনে হুমকি প্রদান করেছেন। 8,480,546 total views, 2,715 views today |
|
|
|