কলেজ (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় মাধ্যমিক শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেবহাটা সরকারি বিবিএমপি হাই স্কুল ফুটবল মাঠে নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, বিবিএমপি হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মহন পাল, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান প্রমুখ।