সেপ্টেম্বর ৩, ২০১৮
আটকে আছে তালা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ! জমি অধিগ্রহণ জটিলতা
বিএম. জুলফিকার রায়হান, তালা: জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে তালা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ। উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় সহায়তার অভাবে তালায় অদ্যাবধি নির্মাণ করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। অথচ ভৌগলিক অবস্থান, জনবসতির ঘনত্ব এবং একাধিক প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে এখানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ অতি জরুরী। 8,769,784 total views, 1,507 views today |
|
|
|