সেপ্টেম্বর ২, ২০১৮
কালিগঞ্জে বাণিজ্যিকভাবে কবুতর পালন করে স্বাবলম্বী মিলন
কালিগঞ্জ প্রতিনিধি: শান্তির প্রতীক কবুতর। অনেকেই শখের বশে কবুতর পালন করেন, আবার কেউ বাণিজ্যিকভাবেও। তেমনি কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের রামপদ অধিকারীর ছেলে মিলন অধিকারী বাণিজ্যিকভাবে কবুতর পালন করে স্বাবলম্বী হয়েছেন। তার দেখাদেখি অনেকেই বাণিজ্যিকভাবে কবুতর পালন করছে। আর এতে ভাগ্যের চাকা ঘুরছে স্থানীয় অনেক বেকার যুবকের। 8,766,666 total views, 7,226 views today |
|
|
|