নভেম্বর ১৩, ২০১৯
কুমিরা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন
প্রেস বিজ্ঞপ্তি : সরকারি আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে গরিব, অসচ্ছল ও নির্যাতিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করা সম্ভব। তবে এ বিষয় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের গুরুত্বপুর্ন ভূমিকা পালন করতে হবে। কমিটির সদস্যবৃন্দ নিজেদের অবস্থান থেকে ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বসবাসরত জনসাধারণকে (গরিব, অসহায়) লিগ্যাল এইড কার্যক্রম এবং সরকারের সহযোগিতার বিষয়ে প্রচার করতে হবে। তালা উপজেলার কুমিরা ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির সদস্যদের ওরিয়েন্টেশনে শুভেচ্ছা বক্তব্যে ইউএসএআইডি’র প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে) অ্যাকটিভিটি’র আঞ্চলিক সমন্বয়কারী (দক্ষিণ) মো: মাহাবুব হাসান এসব কথা বলেন। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় পিপিজে-সাতক্ষীরা প্রকল্পের আওতায় জেলা আইন সহায়তা কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথভাবে এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। শুভেচ্ছা বক্তব্যে মাহাবুব হাসান আরও বলেন, দাতা সংস্থা ইউএসআইডি’র আর্থিক সহায়তা ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র সার্বিক সহায়তায় উইমেন জব ক্রিয়েশন সেন্টার সাতক্ষীরা জেলায় ‘প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি ইউনিয়নের গরিব, অসহায় মানুষের আইনি সেবা নিশ্চিত করার জন্য কমিটির সদস্যদের কার্যক্রম বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতার আহŸান জানান। কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মো: আজিজুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আদালতের প্যানেল আইনজীবী অ্যাড. মানিক বিশ্বাস। এসময় তিনি শুভেচ্ছা বক্তব্যে গরিব, অসহায় মানুষের আইনি অধিকারের জন্য সরকারের আইনগত সহায়তা কার্যক্রম বাস্তবায়নে কমিটির সদস্যদের প্রতি আহŸান জানান। ওরিয়েন্টেশন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রোগ্রাম ম্যানেজার (পিপিজে-সাতক্ষীরা)মো: ইউনুছ আলী আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রম পরিচিতি, ইউনিয়ন লিগ্যাল কমিটির দায়িত্ব ও ভূমিকা, জেলা পর্যায়ে রেফারেল ও নেটওয়ার্কিং এবং লিগ্যাল এইড বিষয়ে সামাজিক সচেতনতা তৈরিতে পিপিজে প্রকল্পের সহযোগিতা মূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে তিনি উপস্থিত কমিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের (পিপিজে-সাতক্ষীরা প্রকল্প) প্রোগ্রাম অফিসার মো: রাসেল, হাসি রানী কুন্ড। ওরিয়েন্টেশনে কুমিরা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 8,632,844 total views, 12,394 views today |
|
|
|