নভেম্বর ৫, ২০১৯
কালিগঞ্জে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীজনের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীজনের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক রাসেল। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান (মহিলা) দিপালী রাণী ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রুহুল আমিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নলতা শাখার ব্যাবস্থাপক ও রিপোর্টার্স ক্লাবের তথ্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবলা আহমেদ, নলতা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে আরও বক্তব্য রাখেন সাংবাদিক আশেক মেহেদী, মনিরুজ্জামান মহসীন, এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, মানবাধিকার কর্মী শেখ ওহিদুর রহমান ছোট প্রমুখ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্নীতিমূক্ত প্রশাসন উপহার দিয়ে সরকারি সকল সেবা মানুষকে উপহার দেয়ার ক্ষেত্রে এবং উন্নয়নসহ সকল ভাল কাজে সহযোগিতা কামনা করেন।এছাড়াও সাতক্ষীরার জেলা প্রশাসনের ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা কর্মসূচির সাথে সমন্বয় করে কালিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি । 8,585,228 total views, 1,914 views today |
|
|
|