নভেম্বর ১, ২০১৯
তালা উপজেলায় ইটের রাস্তা নির্মাণ করা হবে
তালা প্রতিনিধি: বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেয়ারিং বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের কাজ বাস্তবায়নে তালায় ঠিকাদার নিয়োগে লটারি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে লটারি কার্যক্রম সম্পন্ন করার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন লটারির সার্বিক তদারকি করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে চলতি অর্থ বছরে তালা উপজেলায় ৫টি প্যাকেজের মাধ্যমে ২ কোটি ৭৪ লক্ষ ৫৪ হাজার ৫শ’ টাকা ব্যয়ে ইটের রাস্তা নির্মাণ করা হবে। এই কাজ করার জন্য প্রতি প্যাকেজের বিপরীতে দেড়শ’ এর অধিক ঠিকাদার দরপত্র দাখিল করে। যে কারণে লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়। জানা গেছে, ৫টি প্রকল্পের লটারিতে তালা উপজেলার ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান, সাতক্ষীরার ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পাইকগাছা উপজেলার ১টি ঠিকাদারি প্রতিষ্ঠান লটারিতে বিজয়ী হয়েছেন। লটারি চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, তালায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং তালিকাভুক্ত ঠিকাদাররা উপস্থিত ছিলেন। 8,635,798 total views, 797 views today |
|
|
|