অক্টোবর ২০, ২০১৯
পাইকগাছায় পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে হামলা : আহত ২
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁদখালী ইউপির চক কাওয়ালী গ্রামের শামিম সরদার গং এর সাথে মামুন গাজী গং এর জমি জায়গা নিয়ে পূর্ব শত্রæতা চলে আসছিল। পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষ একই গ্রামের মৃত মাদার আলী গাজীর পুত্র আ: হামিদ গং বহিরাগত লোকজন নিয়ে তার বাড়ির পুকুরে টানা জাল ও খেওলা জাল দিয়ে মাছ ধরতে থাকে। মামলার বাদী রনি আক্তার ও তার সাক্ষী মামুন গাজী, মশিউর রহমান, রাজ্জাক গাজী, শফি গাজী, মাছ মারতে নিষেধ করলে আসামি পক্ষ মাছ মারা অব্যাহত রাখলে বাদী পক্ষ বাঁধা দেয়। হামিদ গং বাঁধা উপেক্ষা করে তাদের উপর চড়াও হয় এবং ইছাক গাজীর পুত্র মামুন গাজীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে জায়গীর মহল হাসপাতালে ভর্তি করে। অনন্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। অভিযোগে আরও জানা গেছে, হামিদ গং বাদী রনি আক্তারের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেয় ও পুকুর থেকে আনুমানিক প্রায় বিশ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। 8,591,763 total views, 8,449 views today |
|
|
|