অক্টোবর ১৬, ২০১৯
কালিগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আওয়ামীলীগ নেতাসহ আটক-২
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে নলতা ইউনিয়নের ৮ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ দুই জনকে আটক করেছে ডিবি। আটককৃতরা হলেন উপজেলার নলতা ইউনিয়নের মৃত মোহর আলী সানার ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুর আলী সানা (৪২) ও যশোর জেলার অভয়নগর উপজেলার ভাঙ্গা গেইট গ্রামের জুহা মুন্সির ছেলে জাহিদ হাসান (২৩)। এক্ষেত্রে জাহিদ হাসান চতুরতার সাথে কৌশলে বিভিন্ন এলাকার সহজ-সরল প্রকৃতির ব্যক্তিদের নাম ঠিকানা মোবাইল নম্বর সংগ্রহ করে জহুর আলী সানার সহায়তায় নিজের নাম গোপন রেখে ডিবি পুলিশ সাতক্ষীরার ইন্সপেক্টর মিজান পরিচয় দিয়ে গত ১০ অক্টোবর বেলা ১ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের পায়কাড়া গ্রামের আহম্মদ আলী মোড়লের ছেলে আলাল হোসেন’র (৩২) নিকট ২০ হাজার টাকা চাঁদাদাবি করে। এসময় ভুক্তভোগী আলাল হোসেন ২০ টাকা অপরাগতা প্রকাশ করে নগত ৮ হাজার টাকা বিকাশ করে। পরবর্তীতে ভুক্তভোগী আলাল হোসেনের সন্দেহ হলে তিনি জেলা পুলিশ সুপার মহাদয় বরাবর লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ওসি ডিবিকে দায়িত্ব দেন। পরবর্তীতে উপ-পরিদর্শক (ডিবি) বিশ্বজিৎ সরকার কার্যকারি ব্যবস্থা গ্রহণে তৎপর থেকে গত ১৫ অক্টোবর আসামি জহুর আলী সানাকে নিজ বাড়ি থেকে আটক করে। এরপর জহুর আলী সানার দেওয়া তথ্যের ভিত্তিতে নলতা কালিবাড়ী এলাকা থেকে জাহিদ হাসানকে আটক করা হয়। এঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে আজগর আলী (৬৫) নামে এক ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছে। আসামিদেরকে বুধবার (১৬ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসান ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 8,572,255 total views, 25 views today |
|
|
|