অক্টোবর ১৬, ২০১৯
সাতক্ষীরা মেডিকেল কলেজ শেখ হাসিনার উপহার: সাতক্ষীরাবাসীর স্বপ্ন : এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজে এস.এম.সি ডে ২০১৯ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মেডিকেল কলেজ’র পরীক্ষার হলরুমে কলেজের ছাত্র-ছাত্রীরা এ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ জননেত্রী শেখ হাসিনার উপহার আর সাতক্ষীরাবাসীর স্বপ্ন। মেডিকেল কলেজ সাতক্ষীরার সুনাম ধরে রাখতে হবে। তিনি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন-আগে পড়া-শুনা পরে রাজনীতি। তোমরা তোমাদের পিতা-মাতার স্বপ্ন। সেই স্বপ্নের কথা ভেবে ভালভাবে পড়াশোনা করে ভাল মানের ডাক্তার হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মেহেদী নেওয়াজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা.এস.জেড আতিক, সাতক্ষীরা মেডিকেল কলেজের এস.এম.সি ডে ২০১৯ অনুষ্ঠান উদযাপন কমিটির আহŸায়ক ডা. হরষিত চক্রবর্তী, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, ডা. মনোয়ার হোসেন, ডা. শামছুর রহমান প্রমুখ। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 8,502,150 total views, 1,200 views today |
|
|
|