সেপ্টেম্বর ২৭, ২০১৯
আশাশুনির শোভনালীতে বিভিন্ন খাল দখল করে রেখেছে প্রভাবশালীরা : সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
শোভনালী (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালী ও কাটামারির খালসহ বিভিন্ন খাল নেটপাটা আর বাধ দিয়ে দখল করে রেখেছে প্রভাবশালীরা। জলাবদ্ধতা নিরসনে ও জনস্বার্থে বন্দোবস্তকৃত সকল খালের ইজারা জেলা প্রশাসক কর্তৃক বাতিল ঘোষণা করা হয়েছে। বেড়ি-বাঁধ নেট-পাটা অপসারণের কাজ চলমান আছে। তাছাড়া জেলার সকল এলাকায় বেড়ি-বাঁধ ও নেট পাটা নিজেদের উদ্যোগে অপসারণ করতে বলা হলেও টনক নড়েনি এই প্রভাবশালীদের। স্থানীয়রা জানায়, এইসব খালে নেট পাটা আর বেড়ি-বাঁধের কারণে পানি নিষ্কাশন না হওয়ায় মাঝে মধ্যে ডুবে যায় বসুখালী, কামালকাটি, ঝায়ামারি ও বালিয়াপুর গ্রামের হাজারও বিঘা জমির মৎস্য ঘের, ঘরবাড়ি ও রাস্তাঘাট। ফলে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে অসহায় কিছু ঘের ব্যবসায়ী ও সাধারণ জনগণ। দেবহাটা থেকে উজিরপুর এর উপর দিয়ে কলিগঞ্জে প্রবাহিত ইছামতি নদীর একটি শাখা বসুখালী খাল। যেটি শোভনালীর একটি অংশের পানি সরবরাহের একমাত্র খাল। তবে এর একটি অংশে সরকারি ইজারা দেওয়া থাকলেও বাকি অংশগুলো নিজেদের সম্পদ দাবি করে অবৈধ ভাবে দখল করে রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। সরেজমিনে জানা গেছে, কাটামারির খালে হাল খাস দাগ- ৭৬৬, ৭২১, ৭৬০, ৭১৫ ও ৭৫৯ নম্বরে ৩ একর ১০ শতক জমিতে বসুখালী এলাকার খালেক গাজী অবৈধভাবে নেট-পাটা দিয়ে রেখেছে। এর মধ্যে বসুখালী গ্রামের আব্দুস সাত্তারের নিকট থেকে নিজের সম্পত্তি হিসেবে হারি নিয়েছে একই গ্রামের অমেদ আলী গাজী। স্থানীয় সূত্র জানায়, বহু বছর ধরে খালটি বসুখালী হাফিজিয়া মাদ্রাসার দখলে ছিল। কিন্তু কয়েক বছর ধরে অমেদ আলী গাজী কৌশলে মাদ্রাসায় হারি দেবে বলে নিজের দখলে নেয়। এক বছর পর মাদ্রাসা কর্তৃপক্ষ হারির টাকা চাইতে গেলে সে নিজের সম্পত্তি হিসেবে দাবি করে। খালটি এলাকাসীর সহযোগিতায় মাদ্রাসার নামে ১০ বছরের জন্য তাদের রেকর্ড ভুক্ত জমিসহ অনুমতি দেয়। জলাবদ্ধতায় আবদ্ধ ভুক্তভোগীরা জানায়, বসুখালী খালের একাধিক অংশ বিভিন্ন মানুষের দখলে থাকায় তার অধিকাংশ প্রান্তে নেট পাটা ও বেড়ি-বাঁধ দেওয়ার কারণে পানি অপসারণ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে এইসব এলাকা। এজন্য এ খালটি প্রভাবশালীদের হাত থেকে উদ্ধার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করতে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। 8,503,551 total views, 953 views today |
|
|
|