সেপ্টেম্বর ১৯, ২০১৯
দেবহাটায় স্কুল ছাত্রকে পিটিয়ে জখমের ঘটনায় থানায় অভিযোগ
এমএ মামুন, দেবহাটা: দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোমিনুর রহমান দিপু (১৩) নামের স্কুল ছাত্রকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত স্কুল ছাত্র সখিপুর দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশু দিপুর পিতা মাঝ সখিপুর গ্রামের শরিফুল ইসলাম। আহত দিপু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত দিপুর মা তাছলিমা খাতুন জানান, আমার ছেলে সখিপুর দিঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে লেখা পড়া করে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই স্কুলের দুই ছাত্র মাঝ সখিপুর গ্রামের আলী মোস্তফার ছেলে ইব্রাহিম ও একই গ্রামের নুর জামানের ছেলে হৃদয়ের কথা কাটাকাটি ও ঠেলাঠেলি দেখতে পায় দিপু। সে সময় দিপু তাদের পাশ কাটিয়ে বাড়িতে আসছিলেন। ইব্রাহিম ও হৃদয় ঠেলাঠেলির এক পর্যায়ে আমার ছেলে দিপুর উপর এসে পড়ে। তখন দিপু গায়ের উপর পড়ার কারণ জানতে চাইলে ইব্রাহিম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সেখান থেকে বাড়িতে চলে যায়। দুপুর দেড়টার দিকে দিপু বাড়িতে এসে বই-খাতা রেখে গোসল করতে বের হয়। কিন্তু গোসল করতে যাওয়ার পথিমধ্যে ইব্রাহিমের দাদি আলেয়া, মা আনোয়ারা খাতুন এবং ফুফু আম্বিয়া তাকে টেনে হিঁচড়ে মারতে মারতে তাদের বাড়ির ভিতরে নিয়ে যায়। এ সময় তাকে লাঠি দিয়ে মারপিট সহ কিল, ঘুসি মারে এবং হত্যার উদ্দেশ্যে তার গলা টিপে ধরে। উক্ত ঘটনা দিপুর মা তাছলিমা খাতুন স্থানীয়দের কাছ থেকে শুনতে পেয়ে তার ছেলেকে বাঁচাতে গেলে তাকে লক্ষ করে এলোপাথাড়ি ভাবে ইট-পাটকেল মারতে থাকে ইব্রাহিমের মা, দাদি ও ফুফু। এ সময় আমার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ছুটে এসে দিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ইব্রাহিমের পিতা আলী মোস্তফার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময়ে আমি বাড়িতে ছিলাম না। তাই ঘটনার বিষয়ে আমি তেমন কিছুই জানি না। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জল মৈত্র জানান, আহত স্কুল ছাত্রের পিতা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,878,536 total views, 6,484 views today |
|
|
|