সেপ্টেম্বর ৮, ২০১৯
কালিগঞ্জে তিনদিন ব্যাপী মুক্তিযোদ্ধা পূনঃযাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ‘ক’ তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের পূনরায় যাচাই বাছাইয়ের লক্ষ্যে তিনদিন ব্যাপি স্বাক্ষাতকার গ্রহণ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে তথ্য প্রমাণাদি জমা নেওয়া হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় বিগত উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত উপজেলার ১২ ইউনিয়নে ১৪১ জন মুক্তিযোদ্ধাকে পূনরায় যাচাই বাছাই করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, গত ২৪ এপ্রিল সহকারী সচিব এএইচএম মহাসিন রেজা স্বাক্ষরিত এক পত্রে উপজেলা মুক্তিযোদ্ধা বাছাই কমিটি কতৃক সুপারিশকৃত ‘ক’ তালিকার ১৪১ জন মুক্তিযোদ্ধাকে পূনরায় যাচাই বাছাইয়ের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে নির্দেশ দেন। সে অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফকে যাচাই বাছাই কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টুকে সদস্য মনোনীত করা হয়। যাচাই বাছাই কমিটি তথ্য প্রমাণাদি পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ প্রেরণ করবেন বলে জানিয়েছেন। 8,600,927 total views, 8,806 views today |
|
|
|