ডেস্ক রিপোর্ট: দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদে ৫৬৮জন উপকারভোগীর মাঝে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আসাদুল ইসলাম, ইউপি সদস্য অচিন্ত মন্ডল, ইউপি সচিব খালিদ হাসান খান প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম ভিজিডি কার্ডধারীদের উদ্দেশ্যে বলেন, পুষ্টি নিরাপত্তা অর্জনসহ মা ও শিশুর সার্বিক কল্যাণে সরকার প্রত্যক ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করছে। এজন্য এর সর্বোচ্চ সদব্যবহার করতে হবে।