আগস্ট ২৮, ২০১৯
ঐতিহ্যবাহী পুরাতন বার রাতের আধারে ভাঙচুরসহ আইন ও ধর্মীয় গ্রন্থ অবমাননা : সংবাদ সম্মেলনে অ্যাড. এম. শাহ আলমের অভিযোগ
মো: শাহ আলম: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ঐতিহ্যবাহী পুরাতন বার রাতের আধারে ভাঙচুরসহ আইন ও ধর্মীয় গ্রন্থ অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির আয়োজনে বুধবার দুপুরে আইনজীবী সমিতির হলরুমে সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম. শাহ আলম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৮৭২ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি একটি ঐতিয্যবাহী প্রতিষ্ঠান। এ সমিতির ৫ শতাধিক ব্যক্তি সদস্য জেলার ২২ লক্ষ মানুষের প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি বেশ কিছুদিন যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানের পুরাতন ভবনের জায়গা নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি জানান, ২০১৮ সালে রাতের আধারে অজ্ঞাতনামা লোকজন অবৈধভাবে পুরাতন বারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। একইভাবে গত ২১ আগস্ট ২০১৯ তারিখ গভীররাতে আবারও অজ্ঞাতনামা লোকজন পুরাতন বারের লাইব্রেরীর তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারির গøাস ভাঙচুর করে সেখানে রাখা মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল-কোরবান এবং হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গীতা, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ডিভিশন সংবলিত বহু বই পুস্তক এবং বাংলাদেশ সংবিধান তছনছ করে এবং সেগুন কাঠের তৈরি শত বছরের পুরাতন চেয়ার, টেবিল ভাঙচুর করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তিনি আরো বলেন, উক্ত বার ভবনের সম্পত্তি নিয়ে সাতক্ষীরা পুলিশ বিভাগের সাথে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এছাড়া, হাইকোর্ট ডিভিশনে একটি রিটও করা হয়েছে। যাহাতে বিবাদী পক্ষের প্রতি নিষেধাজ্ঞা (স্টে) আদেশ বহাল রয়েছে। 8,505,522 total views, 2,924 views today |
|
|
|