সুন্দর পরিপাটি বাংলার প্রকৃতি
তার চেয়ে সুন্দর, আমরা মানব জাতি।
যেদিকে তাকাই প্রকৃতির লীলা খেলা।
আমরা করি সুন্দরের বিবেচনা,
আর তার মেলা।
প্রকৃতি সুন্দর, সুন্দর দেশ,
সুন্দরে সুন্দরে আমাদের বাংলাদেশে।
গাছ গাছড়া, পাখপাখালি কৃত্রিম আর প্রকৃতি।
সুন্দরে সাজানো বাংলার সোনার মাটি,
পাহাড় পর্বত উঁচু উঁচু ঢিবি।
কত না সুন্দর বাংলার এই ছবি,
নদনদী বড় বড় হৃত।
মরেও অমর বাংলার সাধ।
কত সোনা কত রতন,
কখনও হবে না বাংলার পতন।
চিরকালই রবে বাংলা অমর,
তোমরা জানো। জানাও দেশ দেশান্তর।